ইউপি নির্বাচনের হওয়া চলছে। দলীয় নেতা-কর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছেন। অনেকেই আগাম প্রচার-প্রচারণায় নেমেছেন। কেন্দ্রীয় নেতাদের সাথেও নিয়মিত লবিং চালিয়ে আসছেন নেতারা। যেকোন মূল্যে মনোয়ন পেতে চেষ্টা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সেক্ষেত্রে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোয়ন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন আরমান আলী। একে বারে তৃনমূল থেকে ওঠে আসা এ নেতার জনপ্রিয়তা রয়েছে ছাত্র ও যুব সমাজের মাঝে।
তিনি ১৯৭৩ সাল থেকে আওয়ামীলীগের একজন নিঃস্বার্থ কর্মী। তিনি ১৯৯৩ সাল হতে ২০১৬ থেকে বর্তমান তিনি ইউপি সদস্যর দায়িত্ব পালন করে আসছেন।
শুক্রবার বিকাল ৪ টার দিকে বারাদি ইউনিয়নের সর্বস্তরের মানুষ ও কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি রাজনগর স্কুল মাঠ থেকে শুরু করে বারাদি, মোমিনপুর, কলাইডাঙ্গা, চৌগাছা, পাটকেলপোতা, দরবেশপুর, সিংহাটি, বর্শিবাড়িয়া, হাসনাবাদ, যুগিন্দাসহ ১৯ টি গ্রাম প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মেহেরপুর সদর নবগঠিত বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ঐক্যের প্রতিক সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আরমান আলী সবার কাছে অধিক জনপ্রিয়। সদর উপজেলা বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তিনি।
তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদেসহ তিন বারের ইউপি সদস্যর হিসেবে দায়িত্ব পালন করছেন। নবগঠিত বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আরমান আলী সকলের নিকট দোয়া কামনা করেছেন।