রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই টেস্টে একাদশে নেই পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। মূলত চোটের কারণে দ্বিতীয় টেস্টের একাদশের বাইরে রয়েছেন শরিফুল।
প্রথম টেস্ট চলাকালে শরিফুল পায়ের কুচকিতে অস্বস্তিবোধ করেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরিফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড-১ এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। তার এই ইনজুরি সারতে অন্তত দশদিন লাগবে। ইতোমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে ৩ উইকেট শিকার করেন এই টাইগার পেসার। এছাড়া ব্যাট হাতে ১৪ বলে ২২ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শরিফুল।
সূত্র: ইত্তেফাক