র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চোরাই বাইসাইকেল, পানির পাম্প ও রেলের পাতসহ রায়হান হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে।
আটক রায়হান হোসেন গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার রাশেদুল শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত মধ্যরাতে জোড়পুকুরিয়া বাজারের জামে মসজিদের সামনে থেকে তাকে র্যাবের দলটি আটক করেছে বলে জানিয়েছে।
এসময় তার কাছ থেকে ২ টি চোরাই বাইসাইকেল, একটি আরএফএল পানির পাম্প, একটি স্মাট মোবাইল ফোন ও ২ ফুট লম্বা রেলের লোহার পাত উদ্ধার করা হয়েছে।
র্যাবের দেওয়া প্রেসনোটে জানা গেছে, রায়হান চোর চক্রের একজন সদস্য। এলাকার অন্যান্য চোররা সংঘবদ্ধ হয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে ব্যবসায়ীদের দোকান এবং বাসা বাড়ীর দ্রব্য সামগ্রী চুরি করে অন্যান্য স্থানে বিক্রি করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান একটি চোর চক্রের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও দাবী করেছে র্যাব। আজ শুক্রবার সকালের দিকে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।