বর্তমানে প্রযুক্তি–দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত বছরের নভেম্বরে বাজারে আসার পর মাত্র দুই মাসের মধ্যেই চ্যাটজিপিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।
অপার সম্ভাবনাময় এই চ্যাটজিপিটি নিয়ে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিজেদের করপোরেট প্রধান কার্যালয়ে সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান উপস্থিত থাকবেন। আর তাই অনুষ্ঠানটি ঘিরে প্রযুক্তিবিশ্বে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। আর তাই প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, নিজেদের বিভিন্ন প্রযুক্তিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে যাচ্ছে মাইক্রোসফট। অনুষ্ঠানে সার্চ ইঞ্জিন বিং–এ চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দেওয়া হতে পারে। এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে সার্চ ইঞ্জিনটিতে ব্যবহার উপযোগী চ্যাট বক্সও তৈরি করেছে মাইক্রোসফট। অনুষ্ঠানে চ্যাটজিপিটির উন্নয়নে নিজেদের বিনিয়োগ পরিকল্পনাও তুলে ধরতে পারে প্রতিষ্ঠানটি।
গুগলও নিজেদের সার্চ ইঞ্জিনে চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে। এ জন্য চ্যাটজিপিটির বিকল্প বার্ড (বিএআরডি) তৈরির ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে বার্ড চ্যাটবট নিয়ে আসছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা–প্রযুক্তিনির্ভর চ্যাটবটটি প্রাথমিকভাবে ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া