মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাস এর ৩১ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম এর সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছহিউদ্দিন বিশ্বাসের ছেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, প্রফেসর হাসানুজ্জামান মালেক।
বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এর উদ্যোগে “ইতিহাসের পাতা থেকে ছহিউদ্দিন বিশ্বাস” নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।