মেহেরপুর প্রতিদিনঃ গাংনী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের গেটের সামনে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসিব মাহমুদ, ছাত্রলীগ নেতা জিবন আকবর।
মানব বন্ধনে বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুন্তাছির জামান মৃদুল একজন নেশাগ্রস্থ মানুষ। অর্থের বিনিময়ে রাজাকারের সন্তান ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানদের উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেকশন করেছে। এই কমিটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্তরায়।
বক্তারা বলেন ঘোষিত কমিটিকে বিলুপ্ত করে আওয়ামী লীগ পরিবার থেকে ত্যাগী ছাত্রলীগ নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে।
ছাত্রলীগের নেতা কর্মীরা এ নিয়ে সাতদিন ধরে ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আগামী রবিবারও কর্মসুচি ঘোষনা করেন।