চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহের ৬২ আড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃস্টি হয়। এতে রাগান্বিত হয়ে ছুড়ে মারা চায়ের কেটলীর গরম পানিতে শরীর ঝলসে মারাত্বক আহত হয়ে খোরশেদ আলী নামের এক ভাই।
সে গরম পানিতে ঝলসে মারাত্বকভাবে আহত হয়ে ভর্তি হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামের সৈয়দ সরদার আলীর ছেলে সাদের সরদার ও আরশাদ সরদার।
রোববার রাত ৮টার দিকে গ্রামে তার আপন ভাই খোরশেদ আলমের চায়ের দোকানে চা-পান করতে যায়। এসময় দু’ভাই সাদের সরদার ও আরশাদ সরদারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃস্টি হয়।
এতে সাদের সরদার ক্ষিপ্ত হয়ে চায়ের দোকানে চুলার উপর থাকা কেটলী ছুড়ে মারে আরশাদের উপর। ফলে ছুড়ে মারা কেটলী লক্ষভ্রষ্ট হয়ে তা চা-দোকানী খোরশেদ সরদারের শরীরে লাগে।
এতে চায়ের কেটলীর গরম পানিতে পিটের বাম সাইডে বিভিন্ন অংশ পুড়ে মারাত্বক ভাবে আহত হয় খোরশেদ সর্দার (৪৮)।
এসময় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সে বর্তমানে অসহ্য যন্ত্রনায় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে।
এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, ঘটনা শুনার পর অভিযুক্তকে ধরতে আমি আমার থানা অফিসার ও ফোর্স পাঠিয়েছি। অভিযুক্ত ঘটনার পর থেকে এলাকা হতে গাঁ-ঢাকা দিয়েছে। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।