ঘরে মায়ের ভাত জোটে না
ছেলে হবে নেতা
তাই না দেখে মায়ের বুকে
বাড়ে ভীষণ ব্যথা।
মায়ের বারণ শোনে না সে
এদিক ওদিক ছোটে
বড় নেতার গুনের গান যে
থাকে সদা ঠোঁটে।
লোকের বাড়ি কর্ম করে
মায়ে যোগায় আহার
ঘরে এসেই খায় সে মায়ের
জোগাড় করা খাবার।
হঠাৎ সেদিন ধরলো মাকে
একটা কঠিন রোগে
বিনা সেবায় মরলো সে মা
কঠিন রোগে ভুগে।
মা হারিয়ে বুঝলো ছেলে
সবই ছিলো বৃথা
মায়ের দুঃখে এখন যে তার
বুকে জ্বলে চিতা।