ছোট বেলার পুতুল খেলা
বৈশাখ মাসে গ্রামীণ মেলা
সকল কাজে নেই তো হেলা
এমনি করে কাটতো বেলা
সকল স্মৃতি মনের মাঝে
উঁকি মারে সকাল সাঁঝে
গানের কলি মনে বাজে
কতই মধুর রঙিন সাজে
কাঁচের চুড়ি মাটির হাঁড়ি
আসতো সবাই আমার বাড়ি
এখন গেছে সবাই ছাড়ি
হয়নি কিন্তু মোদের আড়ি
চড়ুইভাতি খেতাম সবে
সকল স্মৃতি মনে রবে
বিশ পেড়িয়ে গেছি কবে
নিজের কাজে ব্যাস্ত ভবে
ছোট বেলার খেলনা যত
হাড়িয়ে গেছে অনেক শত
আছি মোরা নিজের মত
সবাই সবার কাজে রত