মেহেরপুর নতুন পাড়া মোড়ে সাইকেল চুরি করার সময় সাইকেল সহ ধরা পড়ল সাইকেল চোর।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর নতুন পাড়া মোড়ে আলেয়া স্টোরের সামনে থেকে সাইকেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে সাইকেল চোর সেলিম (২৪)।
সেলিম কুষ্টিয়া দৌলতপুর থানার ৭ নম্বর ওয়ার্ড খলিসাকুন্ডি গ্রামের ছমীর আলীর ছেলে।
সাইকেলর মালিক সাইদুল জানান, সাইকেলের তালা ভাঙ্গছিলো এমন অবস্থায় সিসি ক্যামেরায় দেখে তাকে হাতেনাতে ধরা হয়।
এসময় সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।
মেহেরপুর সদর থানার এস আই ইকবাল জানান, সাইকেল চোর ধরার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সেলিমকে থানায় নিয়ে আসি। বর্তমানে সেলিম থানা কাস্টডিতে আছে।