মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ যুব মহিলা লীগের আয়োজনে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
এছাড়াও মেহেরপুর জেলা যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।