মেহেরপুরের মুজিবনগরে, বিদেশে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি সহজতর করতে, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অধীনে “উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। উপস্থিত ছিলেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর ফিল্ড রিসার্চ শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন সহকারি ফিল্ড রিসার্চ সোহরাব হোসেন, মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এস আই মসিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিদেশ ফেরত ব্যক্তিবর্গ, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।