তুমি শিশির ভালবাস জেনে
ঘাস হবার ইচ্ছে হলো,
শিশির ভেজা ঘাসে তোমার পা পড়তেই
আমি একটি সবুজ ঘাসের দেশ হয়ে গেলাম।
বুকে নিশীথগলা জল টলমল।
তোমার স্বর্ণকমল পা তাতে লিখে দেয় আমার জন্মবেলা।
তুমি নদী ভালবাস জেনে
জল হবার ইচ্ছে হলো,
এ নদী সে নদী জলের সুতোয় জুড়ে দিয়ে
শত নদীতে ছড়িয়ে দিলাম নিজেকে।
তুমি তাতে নামতেই
আমি পেয়ে গেলাম সংগমের অধিকার।
জানলাম তুমি নীল ভালবাস
আমার আকাশ জতে ইচ্ছে হলো,
তুমি লাল চোখে তাকাতেই
আমি আগুন ফোঁড়ে গেঁথে নিলাম নক্ষত্র।
তুমি ছুঁয়ে দিতেই টুকরো টুকরো হয়ে গেল হাজার তারায়।
স্পর্ধা পেয়ে আমি তোমার চারপাশ হয়ে উঠলাম
তুমি নদীকে দেখালে বিপরীত পথ
আকাশকে অধরা
আর শিশিরককে বাস্পবেলুন
আমি ভূমিষ্ঠ হলাম আরেকবার।