ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন জমে উঠেছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। বিভিন্ন গানের সুর ও ছন্দ মিলিয়ে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের পক্ষে মন মাতানো প্রচারে এখন তুঙ্গে কালীগঞ্জ পৌর নির্বাচনী এলাকার ওয়ার্ডগুলো।
৫ম ধাপের পৌরসভা নির্বাচনে আগামী ২৮ই ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে প্রথম ভোটগ্রহণ হবে। প্রার্থীরা দিনে রাতে ভোটারদের বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার জন্য বিভিন্ন উৎসাহ দিয়ে আসছেন। এদিকে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুল আলম (আশরাফ) নৌকা প্রতীকে, বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মাহবুবার রহমান ধানের শীষ প্রতীকে, এনামুল হক ইমান নারিকেলগাছ প্রতীকে , মোঃ নূরুল ইসলাম হাতপাখা প্রতীকে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন।
কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিয়ে মন জয় করতে ভোটারদের দারে দারে ঘুরছেন প্রার্থীরা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকের শব্দে প্রকম্পিত নির্বাচনী মাঠ। প্রচারে মহিলা টিম, পুরুষ টিমসহ বিভিন্ন কৌশলে দিনে রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য বিরতিহীনভাবে কাকুতি-মিনতি করে ভোট চাচ্ছেন প্রার্থী ও কর্মীরা।
প্রচারণায় সকলে সমানভাবে সুযোগ পাচ্ছে। কোনো বাঁধা কেউ কাউকে দিচ্ছে না। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনী পথসভা করলেও বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীর পথসভা খুব একটা চোখে পড়ার মতো নয় তবে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবার রহমান গণসংযোগ শুরু করেছেন । কালীগঞ্জ পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিপন হোসেন বলেন, প্রথমবার ইভিএম পদ্ধতিতে যোগ্য প্রার্থীকে ভোট দিব । ১নং ওয়ার্ডের বাসিন্দা জুয়েল রানা বলেন, আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যে আমাদের উন্নয়ন করবে। ২নং ওয়ার্ড প্রবীণ বাসিন্দা পরিতোষ বাবু বলেন, লড়াই হবে নৌকা ধানেরশীষ প্রার্থী মধ্যে ।
আঃ লীগ প্রার্থী আশরাফুল আলম বলেন, পাচ বছরে কালীগঞ্জ পৌরসভা ব্যাপক উন্নয়ন হয়েছে, পৌরবাসী নৌকা মাকার্য় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিএনপি প্রার্থী মাহবুবার রহমান বলেন, অবাধ সুষ্ঠ ভোট হলে ধানেরশীষ বিপুল ভোটে জয়লাভ করবে। কালীগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মেয়রপদে ৪ জন, পুরুষ কাউন্সিলর পদে ৪৫ জন, মহিলা কাউন্সিলর পদে ৯ জন অংশ গ্রহণ করছেন।
ইতোমধ্যে ৫নং ওয়ার্ডে মনিরুজ্জামান রিংকু ও মহিলা কাউন্সিলর পদে বিনা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ৪০ হাজার ৫শত ৭৭ জন ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট প্রদান করবেন। কালীগঞ্জ উপজেলা রিটারিং অফিসার সুবর্না রানী সাহা বলেন, অবাধ নিরপেক্ষ সুষ্ঠ ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য মোবাইলকোর্ট ও স্ট্রাইকিংফোর্স নিযুক্ত থাকবে।