মুক্তিযুদ্ধের সূতিকাগার বাংলাদেশের প্রথম রাজধানী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত এই জেলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা দৃষ্টি রয়েছে। তিনি এই জেলার উন্নয়নের জন্য দুহাত উজাড় করে দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প, কুষ্টিয়া বিএডিসি এর ব্যবস্থাপনায় এবং মেহেরপুর জেলা প্রশাসনেরর আয়োজনে, মুজিবনগর উপজেলার রশিকপুর ২-কিউসেক এলএলপি স্কীম পরিদর্শন এবং মোনাখালিতে ডাগওয়েলের উদ্বোধন শেষে মোনাখালী ঈদগাহ ময়দানে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, এসব কথা বলেছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
তিনি আরো বলেছেন, এই সরকার কৃষকের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মেহেরপুর জেলা কৃষি বান্ধব জেলা। এই মেহেরপুর মুজিবনগরের কৃষকের উন্নয়নের জন্য এই সরকার কৃষকের সুবিধার জন্য রাস্তা নির্মান, সেচের জন্য ভৈরব নদী, খাল, বিল খনন করা হয়েছে। কম খরচে জমিতে সেচের জন্য বিএডিসি এর তত্বাবধায়নে সোলার ডাগওয়েল,২ কিউসেক এল এম পি স্কিম স্থাপন করা হয়েছে।
এছাড়া ইতিমধ্যে মুজিবনগরে রেলপথ স্থাপন হতে চলেছে, অচিরেই চালু হবে চেকপোস্ট ও স্থলবন্দর, হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও জেলার স্কুল, কলেজ, রাস্তা ঘাটের উন্নয়ন অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেহেরপুর জেলাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তোলা হবে।
মুজিবনগর উপজেলার ২-কিউসেক এলএলপি স্কীম পরিদর্শন ও ডাগওয়েল এর উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, ঢাকা প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহ, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, পিপি, এ্যাড: পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম,উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাখালী ইউনিয়নের কৃষক কৃষানী এবং মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।