মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান বলেন, জাতির পিতা এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ।জাতির পিতার নাম যেমন বাংলাদেশ থেকে মুছে ফেলা যায় না তেমনি জাতির পিতার নাম বিহীন বাংলাদেশ আমরা কল্পনা করতে পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হবে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরের সরকারী কর্মকর্তাদের আলোচনা সভায় সভাপতির বক্তব্যবে ডিসি এ কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান এর সভাপতিত্বে মেহেরপুর জেলার দায়রা জজ এস এম আব্দুস সালাম, মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, এবং মেহেরপুর জেলার প্রথম শ্রেণীর সকল কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।এর আগে জেলা প্রশাসন কার্যলয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।