জাতীয় সমবায় পুরস্কার —২০২৩ পেল মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। আজ শনিবার ২ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।
রাজধানীর সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।
গোপালনগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে পুরস্কার পায়। এ বছর সমিতি হিসেবে ৭টি প্রতিষ্ঠান ও সমবায়ী হিসেবে ৩ জন সমবায়ী এ পুরস্কার পেয়েছেন।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শাহানারা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক কাজী মেজবাহ উদ্দীন আহমেদ, মোনাটেক যাদুনালা মৎস্য চাষ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রত্নোজ্জল চাকমা।
গোপালনগগর কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ১৯৯৭ সালে নিবন্ধন নিয়ে ঋণদান শুরু করে। সমিতির বর্তমান সদস্য ৩৮২৩ জন। ঋণ গ্রহণ করেছেন ১৯১১ জন। সমিতির বর্তমান কার্যকরী মূলধন ৩৮ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ১৪৭ টাকা। সমিতিটি ২০২৩ সালে সমিতিটি একই সঙ্গে মুজিবনগর উপজেলা, মেহেরপুর জেলা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়।
গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করায় সংগঠনের কর্মকর্তা, কর্মচারীসহ সকল সদস্যকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু। তিনি সমিতির উত্তোরত্তর সফলতাও কামনা করেন।