মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থি জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বিমল কুমার বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট কামরুল হাসান-সাদ্দাম প্যানেলে মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদে অ্যাডভোকেট কামরুল হাসান, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এএসএম সাইদুর রাজ্জাক, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আহসান মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আরিফুজ্জামান, কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব, এছাড়াও নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপন, অ্যাডভোকেট শফিউল আজম খান বকুল, অ্যাডভোকেট সেলিম রেজা গাজী, অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন, অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল, অ্যাডভোকেট খুরশিদা খাতুন এবং অ্যাডভোকেট সেলিম রেজা।
এসময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহ প্যানেলের অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫ টি পদে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।