“শিক্ষা নিয়ে গড়বো দেশ “শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলার সকল কলেজ পর্যায়ে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা সরকারি কলেজ। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে লেখাপড়া খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার প্রতি বিশেষ অবদান রেখে চলছ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম ছাড়াও চলমান আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স ও ডিগ্রি পাস কোর্স।
শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ বলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম ছাড়াও সামাজিক কাজেও এগিয়ে আছে কলেজ। প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতার প্রতিবারের ন্যায় এবারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমরা। চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীর পাশাপাশি ১৫টি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম ছাড়াও সামাজিক সংগঠন রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্টে সোসাইটি,সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ডিবেটিং সোসাইটি সহ সামাজিক কার্যাক্রমেও এগিয়ে রয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ।