জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে করোনাভাইরাস প্রতিরোধে পিছিয়ে থাকা মানুষের মধ্যে ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্য প্রস্তুত প্রতিষ্ঠান মৌবন।
রবিবার দুপুরে মৌবন চত্বর ও আশেপাশের এলাকায় এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল।
এ সময় উপস্থিত ছিলেন মৌবনের কর্মকর্তা অনিক মাহমুদ, মীর তনিমা, ইমদাদ হোসেন, শামীম রুমীসহ অন্যান্যরা।
পরে এনএস রোডের ফেরিওয়ালা, রিকশা-অটোরিকশাচালক, যাত্রী সাধারণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতন করেন মৌবনের কর্মকর্তারা।
মৌবনের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়ে খুশি হয়ে মুচকি হেসে ইজিবাইক চালক রশিদুল ইসলাম বলেন, একটা মাস্ক ৫ টাকা দিয়ে কিনে কয়েকদিন ধরে পরতে হয়। গন্ধও লাগে। আজকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়ে অনেক খুশি হলাম৷
মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী বলেন, জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এমন কর্মসূচিতে অংশীদার হতে পেরে আমি আনন্দিত। করোনা দুর্যোগ শুরুর দিক থেকেই আমরা চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। মৌবন ব্যাবসার পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও ভালো কাজের সাথে সবসময় ছিলো আছে এবং থাকবে।