জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখার তিনজন সদস্যকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান রানা, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন সাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।
ওই পত্রে বলা হয়েছে, গত ১৭ই মার্চ ২০২১ইং তারিখে জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিছুদিন অতিবাহিত হওয়ার পরই উক্ত সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান রানা, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সংস্থার নিয়ম বহির্ভুত কার্যকলাপ করে আসছে।
সেক্ষেত্রে আমরা তাদের পূর্ব থেকে সতর্ক করার পরও তারা আমাদের কথায় কর্ণপাত না করে সংগঠনের নিয়ম বহির্ভূত কাজ করেই চলেছে এবং উক্ত তিনজন চাঁদাবাজির মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার নাম উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সম্মেলন হয়েছে। যা ৪০ বছরের ঐতিহ্যবাহি সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই কমিটির সদস্যগণের মতামতের ভিত্তিতে ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপরোক্ত তিনজন সদস্যকে বহিষ্কার করা হয়।