জাপানে শক্তিশালী টাইফুন মেসাকের কবলে পড়া একটি কার্গো জাহাজ থেকে নিখোঁজ হওয়া একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি লাইফ জ্যাকেট পরে থাকায় পানিতে ভেসে ছিলেন। এ ছাড়া জাহাজের ৪৫ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজে ৬ হাজার গবাদি পশুও ছিল, যেগুলো নিখোঁজ রয়েছে।
নিখোঁজদের মধ্যে ৩৯ জন ফিলিপিন্সের, দু’জন অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের নাগরিক।
জাপানের কোস্টগার্ডের তথ্য মতে, উদ্ধার হওয়া ব্যক্তি ফিলিপিন্সের নাগরিক। ডুবে যাওয়া জাহাজটি ঝড়ের কবলে পড়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাহাজটি দক্ষিণ-পশ্চিম জাপানের আমামি ওশীমা দ্বীপের পশ্চিম থেকে একটি বিপদ সংকেত পাঠিয়েছিল।
ঝড়ো বাতাস এবং টাইফুনের প্রভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এদিকে, সাগরে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদানে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার।
১১ হাজার ৯৪৭ টনের ‘গাল্ফ লাইভস্টক-১’ জাহাজটি পূর্ব চীন সাগরের দীকে দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ কার্গোটির সন্ধানে উদ্ধারকারী বিমান ও জাহাজ নিয়ে গভীর সাগরে তল্লাশি চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র : বিবিসি