নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ জাপান দূতাবাস। প্রতিষ্ঠানটিতে প্রটোকল সেকশনে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রটোকল সেকশন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস অথবা উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থায় সেক্রেটারি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে জাপানি ভাষা না জানলেও আবেদন করা যাবে।
বেতন
চূড়ান্ত নিয়োগ-প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে দূতাবাসের নীতিমালা অনুসারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে যোগাযোগের নম্বর ও ঠিকানা সংবলিত জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (পেছনে প্রার্থীর নাম লিখতে হবে), শিক্ষাগত যোগ্যতার সব সনদের কপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এবং স্থানীয় চেয়ারম্যান/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ পাঠাতে হবে।
ঠিকানা : অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, অ্যাম্বাসি অব জাপান, প্লট নম্বর-৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট (লিংক)।