গ্লোবাল পজিশনিং সিস্টেম বাজিপিএস সিস্টেম বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং বিশেষত শিল্প খাতে ব্যবহার বেশি হয়। জিপিএস বনাঞ্চলের মানচিত্র তৈরি করতে, কৃষকদের জমিতে ফসল ফলাতে, নৌযান এবং বিমান চলাচল করতে সহায়তা করতে পারে।এছাড়া জিপিএস এর সাহায্যে কোন কিছু সনাক্ত করতে এর বহুল ব্যবহার হয়।গ্লোবাল পজিশনিং সিস্টেম সাধারণত ৫টি প্রধান কাজে ব্যবহার হয়।
১। অবস্থান -কোন নির্দিষ্ট স্থান দেখতে পাওয়া যাবে
২। নেভিগেশন – এক অবস্থান থেকে অন্য অবস্থান যাওয়ার গতিবিধি দেখা যাবে।
৩। ট্র্যাকিং – ব্যক্তিগত গতিবিধি ফলো করা যায়।
৪। ম্যাপিং – মানচিত্রের মাধ্যেমে বিশ্বের যে কোন দেশের ম্যাপিং দেখা যাবে।
৫। সময় – বিশ্বের সুনির্দিষ্ট সময় আনয়ন.
এছাড়াও ভেহিকল ট্রেকার, ফিশফাইন্ডার, কম্পাস ইত্যাদি জিপিএস সিস্টেম এর আদর্শ ব্যাবহার। বর্তমানে খুব কম মূল্যে জিপিএস পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন শপ এর মাধ্যমে। আপনি চাইলে এখান থেকে জিপিএস এর মূল্য দেখে নিতে পারেন।
– প্রযুক্তি ডেস্ক