জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে ব্যবসায়ীদের পিটিয়ে আহত, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর লুটপাটের প্রতিবাদে ও হামলার নির্দেশ দাতা বকুল কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। ৭ দিনের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
বুধবার(১৫ নভেম্বর) বেলা ১১ টায় উথলী বাসস্ট্যান্ড বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ীরা বলেন,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাদিকুর রহমান বকুল তার সন্ত্রাস বাহিনী নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। দোকানপাট ভাংচুর করে লুটপাট করে নিয়ে চলে যায়।তাদের হাত থেকে ভ্যানচালক, প্রতিবন্ধী কেও রক্ষা পায়নি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না আমরা সাধারণ ব্যবসায়ী। আমাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে প্রধান আসামী বকুল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবো।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে জীবননগর শহরে সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে তার কর্মী সমর্থক বাহিনী দেশীয় অস্ত্রসহ লাঠি নিয়ে জীবননগর শহরে ব্যাপক তান্ডব চালায়। পরে জীবননগর থেকে ফেরার পথে সন্ধ্যায় উথলী ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও গাড়ী ভাংচুর করে। বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীদের পিটিয়ে আহত করে দোকান ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনায় ৬ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গতকাল রাতে জীবননগর থানায় ২ টি মামলায় ৯ জনের নাম উল্লেখ সহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতরাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক আসামীকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উথলী বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রদীপ।