অমর একুশে বই মেলায় আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত আব্দুস সামাদের বড় সন্তান জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার কবি ও সাহিত্যিক ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাসের লেখা দুটি বই।
গত রোববার বিকাল ৫টার দিকে পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যাচ্ছিল, ঠিক তখনি অমর একুশে আন্তর্জাতিক গ্রন্থ মেলা ঢাকা বাংলা একাডেমির মোড়ক উন্মোচন একাডেমি প্রাঙ্গণ মঞ্চে অতি আড়ম্বরপূর্ণ পরিবেশে মোড়ক উন্মোচন করা হয় শিশুতোষ কাব্যগ্রন্থ “বাংলার মধুমাস ও মহান স্বাধীনতার দীর্ঘ ৯ মাসের কাহিনীকে ঘিরে “ইতিহাসের খোজ তিন গোয়েন্দা”। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন কবি, সাহিত্যিক ও লেখক ডাঃ জাহাঙ্গীর আলম।
এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন, প্রথম আলো বিজ্ঞান চিন্তা বিষয়ব ম্যাগাজিনের উপ-ব্যবস্থাপক আব্দুল গাপ্ফার রণি, কবি হালিম নজরুল, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, রাজিয়া সুলতানা, বিশিষ্ট শিক্ষানুরাগী নালিম চৌধুরী, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দর্শনা অফিস সহকারী ব্যুরো চঞ্চল মেহমুদ, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মেহেরপুর প্রতিদিন পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান আহসান হাবীব মামুন প্রমুখ।