জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশীকে আটক করেছে ঝিনাইদহ মহেশপুর ৫৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার নব-গ্রামের নজরুল মোল্লার ছেলে জিনায়েদ মোল্লা(২২)একই উপজেলার পারবিষপুর গ্রামের সেলিম মোল্লার মেয়ে মোছাঃ মিম বেগম(১৯)জাফর মোল্লার মেয়ে মোছাঃপাপিয়া বেগম(২৭),খুলনার রুপসা উপজেলার তালতলা গ্রামের দুর্লভ ভদ্রের ছেলে বিশ্বজিৎ ভদ্র(৩৫)বিশ্বজিৎ ভদ্রের স্ত্রী শিমু ভদ্র (২৫)এবং তার সন্তান স্মৃতি ভদ্র(৫)।বিজিবি সুত্রে জানা গেছে,মহেশপুর -৫৮ ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহসপ্রতিবার রাতে ধোপাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের ৬৯ নম্বও আন্তর্জাতিক মেইন সীমানা পিলারের ৬নম্বও সাব পিলার থেকে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে শিশুসহ ৬ জনকে আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিলেন । অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্ঠা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়েরসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।মহেশপুর৫৮- বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে সংবাদ বিঙ্গপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।