জীবননগর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনওর )উপর হামলার ঘটনায় আবারও নতুন করে ৫জনসহ মোট ৯জনকে আটক করেছে পুলিশ।
গত বৃহসপ্রতিবার গভীর রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানা পুলিশের একটি টিম জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কাটাপোল গ্রামের আলিম মন্ডলের ছেলে ইভন (২২)মৃত আজিজুল মন্ডলের ছেলে রেজাউলি ইসলাম(৬০)মকবুল হোসেনের ছেলে রবিউল হোসেন (৪০),পাকা গ্রামের সুশীল চন্দ্রের ছেলে সুভাষ(৩০)এবং পুরন্দপুর গ্রামের মৃত জেহের আলী মন্ডলের ছেলে লাল্টু(৪০) ।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম বলেন,গত মঙ্গলবার দুপুরে কোটাপোল গ্রামে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক অহিদুল বিশ্বাস নিহতের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রাতে মামলা হয়।এই মামলার পরিপেক্ষিতে তাদের আটক করা হয়। এবং বাকি আসামিদের ও ধরতে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।##