জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জের কঠোর পদক্ষেপে বন্ধ হল বাল্য বিবাহ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর পৌর সভার ২নং ওর্য়াড নারায়নপুর সরকার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে জীবননগর পৌর সভার নারায়নপুর সরকার পাড়ার নাসির উদ্দিন ঝড়ু মিস্ত্রির ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে।
এমন সংবাদ পেয়ে বিষয়টি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনকে জানালে তিনি তাৎক্ষণিক জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে বলেন।
এ সময় জীবননগর থানার এ এস আই ইমামুল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে মেয়ের বাড়িতে হাজির হলে বর পক্ষ সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় ওর্য়াড কাউন্সিলার জয়নাল আবেদীনকে সাক্ষী রেখে মেয়ের বিয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত যাতে তার পরিবার তাকে বিয়ে না দিতে পারে সে বিষয়ে সতর্ক করে আসেন। এবং যদি এ আদেশ অমান্য করে বিয়ে দেওয়া হয় তা হলে মেয়ের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন বলেন, সরকারি আদেশ অমান্য করে যদি কেউ বাল্য বিবাহ দিয়ে থাকে তা হলে কাজীসহ বর এবং কনের পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।