জীবননগরে বিনামূল্যে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এ সব উপকরণ বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার, গাছের চারা বিতরণ করেন
চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর পৌর সভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম,জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি)মোঃ নাসির উদ্দিন মৃধা,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,কে,ডি,কে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু ,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন,বাংলাদেশ আজ কৃষিতে উন্নয়নশীল ,বাংলাদেশের উৎপাদিত কৃষি পণ্য বিশ্বের বেশ কিছু দেশে রপ্তানি করা হচ্ছে।বতমান সরকার কৃষি বান্ধব সরকার ,কৃষকরা যাতে লাভবান সে বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
কৃষকরা আজ বিভিন্ন ধরনের বিদেশী ফল উৎপাদন করছে এই বাংলাদেশের মাটিতে এবং তারা সফলও হচ্ছে ।দেশ যাতে আরো উন্নয়ন হয় দেশের কৃষকরা যাতে লাভবান হয় ।সে বিষয়ে সরকারি ভাবে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং আগামিতেও দেওয়া হবে।উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুর জব্বার।