জীবননগরে গলাই মাপলার ঝুলিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। তবে আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে শুরু হয়েছে ধ্রবজাল।
গতকাল শনিবার সকালে জীবননগর পৌর শহরের লক্ষীপুর পাবনা পাড়ায় এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে খলিলুর রহমান (৪০)।
স্থানীয় সুত্রে জানা গেছে, পাবনা পাড়ার অঞ্জনাদের বাড়িতে সে প্রায় আসতো গত শুক্রবার রাতেও এসেছিলো হঠাৎ সকালে তার বাড়ি থেকে গলাই মাপলার জড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এটা এখন সাধারণ মানুষের মধ্যে ধ্রবজালের সৃষ্ঠি হয়েছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে, অঞ্জনা দীর্ঘ দিন যাবৎ বোম্বে থাকে এবং তার বিরুদ্ধে মহিলা পাচার করার ও অভিযোগ আছে। সে স্থানীয় কিছু ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় এ সমস্থ কাজ করে থাকে।
সেই সুত্রে তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে লোক জনের যাতায়াত রয়েছে। এদিকে ঘটনার পর থেকে অঞ্জনার বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ বলেন, লক্ষীপুর গলাই মাপলার ঝুলিয়ে আত্বহত্যা করেছে এ সংবাদ শুনে আমরা ঘটনা স্থানে যায় এবং লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পোস্ট মর্ডামের পর আসল ঘটনা যানা যাবে। তা ছাড়া এ ঘটনার বিষয়ে এখন কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মেপ্র/ আরপি