চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর উল্টে কিশোর হেলপার হাসান আলীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের গঙ্গাদাসপুর গ্রামের সীমান্ত ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে
নিহত হাসান আলী(১৩) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে ও ট্রাক্টর হেলপার।
স্থানীয়রা জানান , জীবননগর উপজেলার ভিভিএম ইট ভাটার গাড়ি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ভৈরব নদের পাড় থেকে প্রশাসনকে ম্যানেজ করে বেশ কয়েক দিন ধরে রাতের আঁধারে ১৫ থেকে ২০ টি ট্রাক্টর লোড করে মাটি নিয়ে যাচ্ছে। সোমবার ভোরে নদী থেকে মাটি ট্রাক্টর বোঝাই করে নিয়ে ভিভিএম ইট ভাটায় নামিয়ে পুনরায় যাওয়ার সময় সীমান্ত ইট ভাটার অদূরে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। গাড়ির হেলপার হাসান (১৩)ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।এ সমসয় গাড়ির ড্রাইভার একই গ্রামের ফারদিন পালিয়ে যায়।খবর পেয়ে জীভননগর থানা পুলিশের সদস্যরা সকাল ৮টার সময় ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে ।
এ ব্যাপারে জীবননগর থানার (ওসি মোঃ আব্দুল খালেক বলেন, ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সন্তানকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন গোটা পরিবার।এদিকে স্থানীযদের দাবি কবে থামকে নদীর মাটি কাটা আর কত মায়ের কোল খালি হলে প্রশাসন জাগবে।