চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর চাপায় একজনের মৃত্যুকে কেন্দ্র জনরোষে আহত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। তিনি উত্তেজিত জনতার ছোড়া ইটে মাথায় আঘাত পেয়েছেন বলে জানান স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে দূর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাসভবনে নেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় অহিদুল ইসলাম (৪০) নামে এক সাইকেলচালক নিহত হন। এ ঘটনায় সাথে থাকা তার ছেলে ইয়াছিন (৭) আহত হয়। এতে উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। এসময় উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত হন তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের কাছে ইউএনও’র আহত হওয়ার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি দেখেননি বলে জানান। তবে ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ইউএনও আঘাতের বিষয়টি তিনি নিজেই ভালো বলতে পারবেন।