জীবননগরে ড্রাগ লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি ঔষধ ফার্মেসীর মালিককে ২৭হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জীবননগর হাসপাতাল গেটের সামনে এ অভিযান পরিচালনা করেন ।এ সময় জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে অবস্থিত ফার্মেসীসহ জীবননগর শহরের বিভিন্ন দোকানে ঢুকে মেয়াদ উর্ত্তীন ঔষধ চেক করেন,এবং দোকানের ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স দেখেন যাদের ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্স নেই তাদেরকে এ জরিমানা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) মোঃ মহিউদ্দিন,চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব।