জীবননগরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ‘তাজ ক্যাফে’ রেস্তোরাঁ। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে অবস্থিত ‘তাজ ক্যাফে’র উদ্বোধন করা হয়।
নতুন আঙ্গিকের রেস্তোরাঁটিতে পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত খাবার হোম ডেলিভারিসহ ফাস্ট ফুড, জাঙ্কফুড, মিনি চাইনিজ খাবার ও হরেক রকমের খাবার প্রস্তুত করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুধী, সমাজকর্মী, বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রাষবন্ত হয়ে ওঠে। ফিতা কেটে ‘তাজ ক্যাফে’ উদ্বোধন করা হয়।
‘তাজ ক্যাফে’র উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলাতানা লাকি, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, পরিদর্শক (অপারেশনস) মোল্যা সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দীন, সমবায় কর্মকর্তা মোতাহার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন, রিসোর্স অফিসার মো. মফিজুর রহমান, জীবননগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মুহাইমিনুন ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাকিল আহমেদ, জীবননগর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সামসুল আলম, জাহিদ জীবন, সালাউদ্দিন কাজল, সামসুর রহমান চঞ্চল, জহিরুল ইসলাম, মিথুন মাহমুদ, ব্র্যাক ব্যাংক ম্যানেজার মো. কামরুজ্জামান, জনতা ব্যাংক ম্যানেজার এস এম সুলতানুল ইসলাম, প্রভাষক জসীম উদ্দীন, আমিনুল ইসলাম তারেক, ব্যবসায়ী তবিবুর রহমান, রবিউল ইসলাম, আকরাম হোসেন, আব্দুল মজিদ, মুন্সী ওয়াহেদুজ্জামান খোকন, ফয়সাল খবির, মাজেদুল ইসলাম মিল্টন, মোবাইল ব্যবাসয়ী রাসেল ইকবাল প্রমুখসহ দুই শতাধিক শুভানুধ্যায়ী।
/0. .
অনুষ্ঠান শেষে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মিজানুর রহমান ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন।