করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচি। তারই ধারাবাহিকতায় তৃতীয় দিনের মত গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল উৎসব মুখোর পরিবেশ।
জীবননগরে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও সে¦চ্ছাসেবকসহ উপজেলায় তৃতীয় দিনে ১৩০ জন টিকা গ্রহণ করেছে।
এ নিয়ে জীবননগর উপজেলায় ২০০ জন টিকা গ্রহণ করেছে। এদিকে টিকা নেওয়ার পর প্রত্যেক টিকা গ্রহীতাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আধাঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এমও ) ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, গত দুই দিন আগে যাদের টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কারও কোন সমস্যা হয়নি আশা করি কোন সমস্যা হবে না। তাছাড়া প্রতিদিন বাড়ছে টিকা গ্রহণ কারীর সংখ্যা ।