চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ওষুধের ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ আইনের ২৭ ধারায় টিপটপ ফার্মেসির মালিক এটিএম জুয়েলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর একই ধারায় তরফদার মেডিসিন হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চিকিৎসকদের উপহার হিসেবে দেওয়া প্রায় ৩০ হাজার টাকার ওষুধ (স্যাম্পল ওষুধ) জব্দ করা হয়। এ ছাড়া ফার্মেসি থেকে জব্দ করা মেয়াদউত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসকের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুবসহ জীবননগর থানা-পুলিশের একটি দল।