জীবননগরে নিখোজের দুই দিন পর স্থানীয়র ভৈরব নদী থেকে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর পৌর সভার ৫নং ওয়াড লক্ষীপুর গ্রামের ভৈরবনদী থেকে ওই প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত প্রতিবন্ধী যুবক রিমন হোসেন (২৬)জীবননগর পৌর সভার ৫নং ওয়াড লক্ষীপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলার সামসুজ্জামান হান্নুর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,গত দুই দিন আগে প্রতিবন্দী রিমন হোসেন বাড়ি থেকে চলে যায়।তাকে খুজেও কোন সন্ধান না পেয়ে গত বৃহসপ্রতিবার জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।
শুক্রবার স্থানীয় লোকজন বভরব নদী থেকে তার লাশ উদ্ধার করে। জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।