জীবননগর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচারণবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আগামী ১৪ই ফেব্রুয়ারি জীবননগর পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচারণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচারণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
আলোচনা সভায় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে প্রার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী শাজাহান কবির, ইসলামী শাসন তন্ত্রের দলীয় প্রার্থী খোকন এবং কাউন্সিলর প্রার্থী ইয়াদুল ইসলাম, আক্তারুল ইসলাম, ঠান্ডু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার কামরুল হাসান।