জীবননগরে দিন ব্যাপী প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ব্র্যাক ও বায়ার গ্রুপ সাইন্স লিমিটেডের আয়োজনে জীবননগর উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পুষ্টিকর সবজি চাষসহ বিভিন্ন ধরণের চাষের উপর দিন ব্যাপী ১০০জন প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস,এম মুনিম লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র ট্রেনার এমএ কাইউম, সিনিয়র ট্রেনার ইমদাদুল হক, ইরফান, বায়ার কোম্পানী জীবননগর উপজেলার টেরিটরি জিএম মাসুদুর রহমান, এগ্রী কনসালটেন্ট হারুন অর রশিদ, এফএ বিল্লাল হোসেন, সিসিএ মেহেদী হাসান প্রমুখ।