জীবননগরে সেচ্ছা শ্রমে মিত্রতা বাঁশের সাঁকো নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বলীর এর আয়োজনে জীবননগর পৌর শহরের ৭নং ওর্য়াড দত্তনগর রোডে স্বেচ্ছা শ্রমে মিত্রতা নামের বাঁশের সাঁকো নির্মান কাজের উদ্বোধন করা হয়।
ইয়ুথ এ্যাসেম্বলী জীবননগর শাখার সভাপতি মিথুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাঁকো নির্মান কাজের উদ্ভোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ,ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,মাই টিভির সিনিয়ার রিপোর্টার এস কে লিটন,
জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ,জীবননগর ডিগ্রী কলেজের প্রভাষক আসমা আক্তার,ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ,সমন্বয়কারী মুকুল হোসেন ,আঃ সালাম,আশরাফুল ইসলাম,আশাদুজ্জামান লিটন,ইয়ুথ এ্যাসেম্বলীর এর সদস্য লাবনী,তুহিন,সাদিয়া,নিশান,রমজান,সম্রাট,শিলা,ওমর,জাহিদ,মুসা,স্বর্ণা প্রমুখ।