জীবননগরে এক বালি খেকোকে অর্ধলক্ষাধীক টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বেলা ১২টার সময় জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংক এলাকার সাধারণ কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাস্তার পাশে পুকুর খননের নামে বালি তুলে বিক্রি করার সময় হাতে একটি মাটি কাটা ভেকু মেশিন , ১০টি ট্রাক্টরসহ মাধবপুর গ্রামের আইজউদ্দিনের ছেলে শাহ আলমকে (৩০)আটক করে।
এ সময় বালি তুলে বিক্রি করার অপরাধে বালি মহল ও মাটি ব্যবস্থপনা আইনের ২০১০সালের ৪/খ ধারা মতে নগদ ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । এবং বালি তোলার সময় ট্রাক্টরে নষ্ঠ হয়ে যাওয়া রাস্তা মেরামত করে দেওয়ার নির্দেশ প্রদান করেন ।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বলেন, সাধারণ জনগণের যাতায়াতের সমস্যা হবে এমন কোন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না ।
মাধবপুর গ্রামে যে ঘটনা ঘটেছে এ ধরনের কোন ঘটনা যদি জীবননগর উপজেলার কোথাও হয় তা হলে আমাকে বললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।