দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার জীবননগর পৌর সভা প্রাঙ্গণে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর সভার কাউন্সিলার মোঃ জয়নাল আবেদীন, খোকন মিয়া, আপিল উদ্দিন, আবুল কাশেমসহ জীবননগর পৌর সভার, কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু, এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতিদিন অন্তর সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট প্লেসসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।