চুয়াডাঙ্গা জীবননগরে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জীবননগরে চলছে ৭ম দিনের মত লকডাউন । লকডাউন অমান্য করে দোকানপাট খোলা এবং চলাচল করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮জনকে ১১হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালন করেন।
এ সময় লকডাউন অমান্য করে জীবননগর শহরের মোল্লা মার্কেটে দোকানপাট খোলা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৮জনকে ১১হাজার টাকা জরিমানা প্রদান করেন ।এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ।