চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটার সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ।
প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” এই অধিদপ্তরের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০১টি ও ২য় পর্যায়ে ৫০০০টি সহ মোট ৯০০১টি ল্যাব স্থাপন করা হয়েছে। পরবর্তীতে ৩০০টি সংসদীয় আসনে ৩০০টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। ল্যাবসমূহ পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য ল্যাব প্রাপ্ত প্রত্যেক প্রতিষ্ঠান হতে ৪ জন করে মোট ৩৬,০২০ জন শিক্ষককে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স” বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শেখ রাসেল ডিজিটাল ল্যাৰ স্থাপন প্রকল্পের ২য় পর্যায়ে সমগ্র খুলনা বিভাগে জেভি অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড কিফ ওয়াই এস নেটওয়ার্কিং এবং সলিউশন লিমিটেড লিনা টেকনোলজিস লিমিটেড শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১০০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ জন করে, মোট ৪০০০ জন শিক্ষকগনকে ১০ দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলাতে প্রতি ব্যাচে ২০ জন শিক্ষক ১০ দিন ব্যাপী, মোট ১১ টি ব্যাচে ২২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।
প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত আছেন জীবননগর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেভি অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি লিমিটেড চিফ অপারেশন অফিসার মোশাররফ হোসেন খান, জেলা কো-অর্ডিনেটর মাহমুদ হাসান সহ প্রশিক্ষণনার্থী।