জীবননগরে ৭০ভাগ সিলেবাস কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে এস,এস সি ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার সময় এস,এস,সি ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে জীবননগর শহরের মেইন বাসষ্ঠ্রান্ড চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জীবননগর শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র শুভর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,দশম শ্রেনীর শিক্ষার্থী শাকিব,ইয়াছিন,ইমরান,কান্তা,মিতু,অহনা প্রমুখ।এ সময় শিক্ষাথীরা বলেন ,এস.এস সি ২০২১ সালে ১৫মাস ক্লাস হয়েও যেখানে ৩০ভাগ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে ,সেখানে এস.এস সি ২০২২ সালে মাত্র ৪মাস ক্লাস হয়ে ৭০ভাগ সিলেবাসের উপর পরীক্ষা হবে এই সিলেবাস পরিবর্তন করতে হবে এবং ৩০ভাগ করতে হবে।
এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে জীবননগর শহরে সাময়িক ভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও জীবননগর থানার ওসি (অপারেশন) সুখেন্দু বসুসহ পুলিশ সদস্যরা ঘটনা স্থানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে যানচলাচল স্বাভাবিক করেন।