জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে উপজেলা পরিষদের ক্যাম্পাসে এ সমাবেশ অণুষ্ঠিত হয়। উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোছাঃ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা লাকীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মিঠুন মাহমুদ।