জীবননগর বাজারে সারের সংকট রোধে বাজার মনিটরিং করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এ বাজার মনিটরিং করেন।
আগামী বোরো মৌসুমে কৃষকের দোড়গোড়ায় যেন ন্যায্যমূল্যে সার পৌঁছে যায় এবং কৃত্রিম সারের সংকট যেন সৃষ্টি না হয় সে লক্ষ্যে জীবননগর উপজেলার সকল বিসি আই সি এবং বিএডিসি সার ডিলারদের দোকান পরিদর্শন, ক্যাশমেমো যাচাই এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা।