জীবননগর উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানির জন্য বিনামুল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে ও সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার বাস্তাবায়নে জীবননগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ টিউবওয়েল বিতরণ করা হয়।শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও সময় টিভির উপস্থাপক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস,এম মুনিম লিংকন,জীবননগর ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম,মাই টিভির বিশেষ প্রতিনিধি এস,কে লিটন,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম আর বাবু,সাংবাদিক সালাউদ্দিন কাজল,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন,বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হিসাবে শিকড় সমাজ কল্যাণ সংস্থা ওদোস্ত এইড বাংলাদেশ কাজ কওে যাচ্ছে।তাদের কাজগুলো প্রশংসার দাবিদার ।আগামিতে অসহায় মানুষের সেবায় এই ধরনের কাজগুলোকে অব্যহত রাখা হোক।আমি এই আশায় কামনা করি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ,এবলুম বাংলার পরাগ হোসেন।শিকড় সমাজ কল্যাণ সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি চাষী রমজান ও লাবনীর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন শিকড়সমাজকল্যাণসংস্থারহোসাইনআহম্মেদ,তুহিন,মফিজুল,ঐশ্বর্যসাহা,সাদিয়া,মিম,তুর্না,জনি,শাকিল,ওমর,রিয়াজপ্রমুখ।##