জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই জন কে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন হোসেন শিহাব (১৯) এবং সুলতান পুর গ্রামের মৃত মমিন হকের ছেলে শিপ্লব হাসান(১৮)।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে বাসষ্টান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তাদের কাছে থাকা বাজার ব্যাগ তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে জীবননগর থানা পুলিশ।
জীবননগর থানার ইনচার্জ সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন। পরে এ বিষয়ে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।